Sarmila

@biswas6234

23 Sep 2022.4:47 PM

7 Views
Kaliganj, পশ্চিমবঙ্গ, ভারত

#কালীগঞ্জ গভ: আইটিআই কলেজে সমাবর্তন উৎসব শিক্ষা শেষে শংসাপত্র হাতে শিক্ষার্থীদের মুখের হাসি উৎসবের রং কে আরো রঙিন করে তুলল। শনিবার, বিশ্বকর্মা পুজোর দিন, কালীগঞ্জ গভ: আইটিআই কলেজে সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ গভঃ আইটিআই এর অধ্যক্ষ সাগর বক্শি জানান, এদিনের অনুষ্ঠানে ২০২০-২২ ও ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ছয়টি বিভাগের মোট ২৪৯ জন সফল ছাত্রছাত্রীদের হাতে সফলতার প্রশংসা পত্র ও স্মারক তুলে দেওয়া হয়। এছাড়াও প্রতিটি বিভাগে সেরা প্রথম তিনজনকে বিশেষ সম্বর্ধনা জানানো হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সত্যাচারণ পাল বালিকা বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষিকা মাননীয়া শতরূপা ঘোষ মহাশয়া , এস এ বিদ্যাপীঠ থেকে মাননীয় সুভাশিষ সাহা মহাশয় এবং লাইব্রেরিয়ান মাননীয় গোপাল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই আই টি আই কলেজ এ মূলত সাতটি বিষয়ের উপর শিক্ষা প্রদান করা হয়ে থাকে ফিটার ,ইলেক্ট্রিসিয়ান ,ইলেকট্রনিক্স মেকানিক্স ,ড্রাফটমান সিভিল, ডিজেল মেকানিক, প্লামবার ও সুইং টেকনোলজি।
Disclaimer

Disclaimer

This content has been published by the user directly on Dailyhunt, an intermediary platform. Dailyhunt has neither reviewed nor has knowledge of such content. Publisher: Sarmila

#Hashtags