Rajib Datta Uthso Manush News

@uthaomanus

25 Jan 2023.10:32 PM

2k Views
পশ্চিমবঙ্গ, ভারত

নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মদিনের অনুষ্ঠান ও মিলনোৎসব উপলক্ষে বিচিত্রানুষ্ঠান •••••••••••••••••••••••••••••••••• প্রতিবেদক, রণজিৎ কুমার মন্ডল:: ২৩ শে জানুয়ারির শুভ সকালে জাতীয় পতাকা উত্তোলন ও দেশনায়কের আবক্ষ মূতিতে মাল্যদানে জন্মজয়ন্তী অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন শিক্ষাব্রতী ও সমাজসেবী শ্রী মদন সাউ মহাশয়। সুভাষের সংগ্রামী জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য পেশ করেন তিনি ও শ্রীমৃত্যঞ্জয় পাল মহাশয়। ক্লাব পতাকা উত্তোলন করেন সাধারণ সম্পাদক শ্রী তাপস মণ্ডল মহাশয়। সংঘের সভ্যবৃন্দ ও কিশোর-কিশোরীরাও অংশগ্রহণ করে। এরপর সকাল সাড়ে দশটায় শুরু হয় ৩৫ তম বার্ষিক স্বেচ্ছায় রক্তদান উৎসব। সাতজন মহিলাসহ ৪৫ জন রক্তদান করেন। রক্তদান উৎসব চলাকালীন সময়ে দুপুর ১২টা ১০ মিনিট সময়ে সুভাষের জন্ম মুহূর্ত স্মরিত হয় ১২৭ টি দীপক প্রজ্জ্বলনে ও শঙখধ্বনিতে। অপরাহ্ন আড়াইটায় শুরু হল ছোটদের বসে আঁকা প্রতিযোগিতা। দুটি বিভাগ মিলিয়ে মোট একাশিজন অংশগ্রহণ করে। সান্ধ্যকালীন অনুষ্ঠান শুরু হয় শ্রী মদন সাউ মহাশয়ের সভাপতিত্বে।

'তরঙ্গ'-এর প্রাক হীরক জয়ন্তী সংখ্যা প্রকাশ করেন রাজারহাট বিষ্ণুপুরের স্যার রমেশ ইন্সটিটিউশনের অবসরপ্রাপ্ত শিক্ষক রণজিৎ কুমার মণ্ডল মহাশয়। প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত শিশুসাহিত্যিক ও গবেষক ড. পার্থজিৎ-এ গঙ্গোপাধ্যায় এবং বিশেষ অতিথি ছিলেন বিদ্যানগর কলেজের বাংলা ভাষা সাহিত্যের অধ্যাপক কবি অবশেষ দাস। অতিথিবৃন্দ স্বরচিত কবিতা আবৃত্তি ছাড়াও, সুভাষচন্দ্র বসু প্রকৃত দেশনায়ক হিসাবে আসলে যে বাঙালির জাত্যভিমান, দেশপ্রেম বৃদ্ধির নায়ক হিসাবে কাজ করেছেন এবং বন্ধন মুক্তির সংগ্রামের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য পেশ করেন।

ড. পার্থজিৎ গঙ্গোপাধ্যায় ঠাকুরবাড়ি সংক্রান্ত অজানা বহু তথ্য উন্মোচন করে বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছেন। তারই অবদানস্বরূপ, হায়াৎনগর সুভাষ সমিতি লাইব্রেরি এবছর পার্থজিৎ গঙ্গোপাধ্যায়কে "নেতাজী সুভাষ সম্মাননা-২০২৩" প্রদান করে। অনুষ্ঠানে দেশাত্মবোধক, সঙ্গীত, রবীন্দ্র -নজরুল কবিতা আবৃত্তি, সুভাষের ধর্মীয় ভাবনার উপর প্রস্তুত সঙ্গীতালেক্ষ পরিবেশন করে সমিতি ও লাইব্রেরির সভ্যবৃন্দ।

কিশোর-কিশোরীরা পরিবেশন করে "পৃজারিনী" নৃত্যনাট্য। সারাদিনের নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠান সকলের অংশগ্রহণে অত্যন্ত সুন্দর হয়েছে। #সংবাদ
Disclaimer

Disclaimer

This content has been published by the user directly on Dailyhunt, an intermediary platform. Dailyhunt has neither reviewed nor has knowledge of such content. Publisher: Rajib Datta Uthso Manush News

#Hashtags