আনন্দবাজার পত্রিকা

2.1M Followers

Avani Lekhara: প্যারালিম্পিক্সে সোনাজয়ী অবনীর হাত ধরে স্থাপিত হল অনেক কীর্তি

30 Aug 2021.3:24 PM

খেলা

রবিবার প্যারালিম্পিক্সে ভারতের পদক জয়ের হ্যাটট্রিক হওয়ার পর সোমবার একেবারে সোনা জিতে শুরু করে ভারত।

শুটিংয়ে দেশকে সোনা এনে দেন অবনী লেখারা। ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জেতেন তিনি।

শুধু সোনা জেতাই নয়, বিশ্বরেকর্ড স্পর্শ করেন তিনি। ২৪৯.৬ স্কোর করেন অবনী।

বিশ্বরেকর্ড করা ছাড়াও আরও বেশ কয়েকটি কীর্তি স্থাপন করেছেন তিনি। দেখে নেওয়া যাক সেই কীর্তিগুলি।

অলিম্পিক্স বা প্যারালিম্পিক্সে প্রথম ভারতীয় মহিলা হিসেবে সোনা জিতলেন অবনী।

মাত্র ১৯ বছর বয়সে সোনা জিতলেন অবনী। অলিম্পিক্স বা প্যারালিম্পিক্সে এত কম বয়সে আর কোনও ভারতীয় সোনা জেতেননি।

প্যারালিম্পিক্সে অবনীর হাত ধরে পঞ্চম সোনা এল ভারতে। এর আগে মুরলিকান্ত পেটকার (সাঁতার, ১৯৭২), দেবেন্দ্র ঝাঝারিয়া (জ্যাভলিন, ২০০৪, ২০১৬), থঙ্গভেলু মারিয়াপ্পান (হাই জাম্প, ২০১৬) সোনা জিতেছেন।

সব মিলিয়ে অলিম্পিক্স বা প্যারালিম্পিক্স স্তরে ব্যক্তিগত বিভাগে এটি ভারতের সপ্তম সোনা। প্যারালিম্পিক্সে পাঁচটি সোনা ছাড়াও ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে অভিনব বিন্দ্রা শুটিংয়ে সোনা জিতেছিলেন। এ বারের অলিম্পিক্সে নীরজ চোপড়া জ্যাভলিনে সোনা জিতেছেন।

এ বারের প্যারালিম্পিক্সে ভারতের হয়ে প্রথম সোনা জিতলেন অবনী।

সিআইএ, জিআরইউ থেকে র, বিশ্বের তাবড় এই গুপ্তচর সংস্থাগুলিকে চেনেন?

কাজলের বোনের সঙ্গে প্রেম, মহিলা প্রতিযোগীকে মারধর... আগেও জেলে গিয়েছেন আরমান

বিশ্বের নৃশংসতম জঙ্গিগোষ্ঠী আইএস-কে এ বার আফগানিস্তানে, কারা এই 'খোরাসানি'

'মালিক'-এর দুঃসময়েও পাশে ছিলেন, সলমনের ছায়াসঙ্গী শেরার গতিবিধি হলিউড পর্যন্ত বিস্তৃত

১২৭ কোটির লটারি জিতে শ্যারন-নাইজেল যা করলেন, আপনিও কি সেটাই করতেন?

Disclaimer

Disclaimer

This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt Publisher: AnandaBazar Patrika

#Hashtags