sportsnscreen

12k Followers

মাস্ক পড়েও কিভাবে ঠিক রাখবেন মেকআপ

13 Oct 2021.11:55 AM

করোনা পরিস্থিতিতে মাস্ক পড়া অত্যআবশ্যক। সুস্থ থাকতে এখন মাস্ক ব্যবহারের বিকল্প নেই। মাস্ক পরলে রোগ-জীবাণু থেকে দূরে থাকা যায় একথা সত্যি, পাশাপাশি কিছু অসুবিধাও পড়তে হতে পারে।

যারা সাজগোজ পছন্দ করেন, বেশি সমস্যা মূলত তাদেরই হচ্ছে। কারণ মাস্কে মুখ ঢাকার ফলে মেকআপ নষ্ট হওয়ার ভয় থাকে।

তবে কিছু উপায় রয়েছে যেগুলো অনুসরণ করলে মাস্ক পড়লেও ঠিকঠাক থাকবে মেকআপ।

মেকআপ প্রয়োগের আগে অবশ্যই প্রাইমার ব্যবহার করুন। প্রাইমার প্রয়োগ করলে মেকআপ দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হয়।

মাস্ক পরলে অনেকের মুখে অতিরিক্ত ঘাম হয়। সেক্ষেত্রে বেছে নিন ওয়াটারপ্রুভ ফাউন্ডেশন।

মেকআপ করার পরে এটি সেট করাও সমান জরুরি। এক্ষেত্রে মেকআপ সেট করতে পাউডার বা স্প্রে ব্যবহার করতে পারেন। এতে মেকআপ দীর্ঘস্থায়ী হবে।

গ্লসি লিপস্টিক ব্যবহার করলে তা মাস্কে লেগে যাওয়ার ভয় থাকে। তাই ম্যাট লিপস্টিক ব্যবহার করুন।

Disclaimer

Disclaimer

This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt Publisher: sportsnscreen