sportsnscreen

12k Followers

Aparajita Auddy: ৬৬ পল্লিতে ঢাক বাজিয়ে আসর মাতালেন অপরাজিতা

13 Oct 2021.11:55 AM

'চিনি' ছবিতে অভিনয় করতে গিয়েই করোনা আক্রান্ত হয়েছিলেন অপরাজিতা আঢ্য। সেটা ছিল পুজোর সময়। পরে বাড়ির প্রায় সকলেই অতিমারিতে কাবু। একটা বছর পুজো থেকে দূরে। গত বছর ষষ্ঠীর দিনেই হাতে এসেছিল কোভিড পরীক্ষার ফলাফল। সঙ্গে সঙ্গে নিজেকে ঘরবন্দি করে নিয়েছিলেন। দেবী প্রতিমার মুখও দেখেননি।


কোভিড সম্পর্কিত সমস্ত আপডেট পড়ুন এখানে

অংশ নেননি পুজোর কোনও অনুষ্ঠানে। এ বছর অভিনেত্রী সম্পূর্ণ সুস্থ। ষষ্ঠীতে তাই তিনি ৬৬ পল্লির পুজোয়। মণ্ডপে ঢাক বাজিয়ে বাজিমাত করলেন ছোট পর্দার 'পাড়ি'। মনেপ্রাণে উপভোগ করলেন প্রথম দিনের উত্‍সব।

এ বছর ৬৬ পল্লির পুজোর বিশেষত্ব, পুজোর সব কাজ করছেন মহিলারা। যেমন, পুজোর পৌরোহিত্যে মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। রয়েছেন এক দল মহিলা ঢাকি। সেখানেই ঢাক বাজাতে দেখা গেল 'প্রাক্তন' ছবির 'মালিনী'কে। অপরাজিতা মানেই সনাতনী সাবেকি সাজ। লাল শাড়ি, গায়ে গয়না, খোঁপা জুড়ে লাল ফুলে একেবারে অনবদ্য তিনি। হাতে ঢাকের কাঠি পেয়েই তিনি অন্য অপরাজিতা! প্রথমে ধীর লয়ে বোল তুললেন। শেষে উদ্দাম ছন্দে বেজে উঠল তাঁর ঢাক। তাঁকে সঙ্গ দিলেন বাকি মহিলা ঢাকিরা।

প্রসঙ্গত, অভিনেত্রীর থেকে শাশুড়ি, ননদ, খুড়শ্বশুর প্রায় সকলেই সংক্রমিত হয়েছেন। তাই দেবী প্রতিমার মুখও দেখার সৌভাগ্য হয়নি তাঁর। এক বছর নিজেকে সরিয়ে রেখেছিলেন সমস্ত আনন্দ থেকে। তাই এই বছর হারিয়ে যাওয়া সেই শারদানন্দ সুদে-আসলে পুষিয়ে নিলেন অভিনেত্রী।

Disclaimer

Disclaimer

This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt Publisher: sportsnscreen